বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক জেলে |
বিয়ের প্রলোভনে কিশোরীকে (১৬) একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি লম্পট সাব্বির মোল্লাকে গ্রেফতার করেছে জেলার আগৈলঝাড়া থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার মধ্যশিহিপাশা গ্রামের ১৬ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে একই গ্রামের আব্দুল খালেক মোল্লার পুত্র সাব্বির মোল্লা। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়েরের করেন। পরবর্তীতে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে ধর্ষক সাব্বির মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এইচএস |