দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন |
![]() দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে উত্তরা ও টঙ্গীর প্রায় শতাধিক সাংবাদিক মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে এমএলএম কোম্পানী এসএম ট্রেডিংয়ের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের জের ধরে সাংবাদিকদের ওপর হামলা ও মিথ্যে চাঁদাবাজির মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। মানববন্ধনে সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে যে সকল হয়রানি ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগী সাংবাদিকরা। সেই সঙ্গে সরকার অনুমদোনহীন এমএলএম কোম্পানীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। গত ২২ অক্টোবর কুড়িল বিশ্বরোডে এসএম ট্রেডিং নামের একটি এমএলএম কোম্পানীর প্রতারণার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকের ওপর হামলা চালায় কোম্পানীর মালিকসহ সন্ত্রাসীরা। পরে ভাটারা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক সামসুদ্দীন জুয়েল। পরে সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টাপাল্টি উত্তরা পশ্চিম থানা ও ভাটারা থানায় চাঁদাবাজি মামলা দায়ের করে কোম্পানীটি। -এমআর/এমএ |