২৮ নভেম্বর, ২০২০ |
![]() ![]() মেষ (২১ মার্চ -২০ এপ্রিল) ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতির আশঙ্কা থাকতে পারে। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখাই ভালো। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে অশান্তি বাধতে পারে। ![]() বৃষ (২১ এপ্রিল -২০ মে) আজ সারাদিন কোনও ঝুঁকির কাজ করতে হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুর মোকাবিলা করতে পারবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ![]() মিথুন (২২ মে-২১ জুন) অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি নিয়ে চিন্তা হতে পারে। ![]() কর্কট (২২ জুন-২২ জুলাই) সন্তানদের চাকরির খবর পেয়ে আনন্দ পেতে পারেন। আজ খুব কাছের কারও জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। ![]() সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) ধর্ম আলোচনায় আজ আপনি খুব সুনাম অর্জন করতে পারবেন। শৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। ![]() কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর) আজ আপনার বক্তব্যে সবার মন জয় করতে সক্ষম হবেন। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।![]() তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর) বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপযশ আসতে পরে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়।![]() বৃশ্চিক (২৪ অক্টোবর- ২২ নভেম্বর) ভ্রমণে সমস্যা আসতে পারে। প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা আছে। আজ সারাদিন বেশ উত্ফুল্লতায় কাটবে। বাড়ির লোক আপনাকে বুঝবে না আজ। ![]() ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর) সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ আসতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির সম্ভাবনা আছে। বাড়িতে শুভকাজের জন্য খরচ হতে পারে। ![]() মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি) দূরে বেড়াতে না যাওয়াই ভালো হবে। চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন অস্থিরতা থাকবে। সন্তানের বায়না পূরণ করতে পারবেন। আজ কোনও ভালো খবর পেতে পারেন। ![]() কুম্ভ (২২ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা আছে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধির জোরে জয় আসতে পারে। বাবার সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে।![]() মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি বাড়তে পারে। কোনও কাজের জন্য সন্তানদের সাহায্য করতে হতে পারে। আপনার সহ্যক্ষমতা আপনাকে বাঁচাতে পারে।আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন। |