বিয়ের প্রলোভনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, ধর্ষক কারাগারে |
![]() শুক্রবার দুপুরে আসামি ১৬০ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রামগড় পৌরসভার সোনাইপুল বাজার থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মো. বেলাল হোসেন (২৩) পৌরসভার দারোগাপাড়া এলাকার বাসিন্দা। সে পেশায় টমটম চালক। এ ঘটনায় ধর্ষিতা নিজেই বাদি হয়ে গত বৃহস্পতিবার রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, তার বাবার সঙ্গে মায়ের বিবাহ বিচ্ছেদের পর মায়ের অন্যত্র বিবাহ হয়ে গেলে সে দারগাপাড়া নানার বাড়িতে থেকে লেখাপড়া করছেন। গত ০৫ আগষ্ট রাতে বাড়ির সবাই পার্শ্ববর্তী সোনাইপুলে একটি বিবাহ অনুষ্ঠানে যায়। রাত ১০টার দিকে প্রতিবেশি বেলাল হোসেন ঘরে ঢুকে একা পেয়ে ফুসলিয়ে বিয়ের প্রলোভনে কৌশলে তাকে ধর্ষণ করে। পরে এ ঘটনা কাউকে না বলতে হুমকী দিয়ে চলে যায়। সম্মানহানীর ভয়ে এতোদিন এ ঘটনা কাউকে বলেননি। গত ২৫ নভেম্বর বড় খালাকে জানালে পরিবারের সদস্যদের পরামর্শে থানায় অভিযোগ করেন। রামগড় থানার অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ কৌশলে আসামিকে আটক করে। আসামি ১৬০ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত। -কেএস/এমএ |