ডুমুরিয়ায় নারিকেল পড়ে শিশু মৃত্যু |
জানা যায়, উপজেলার মধুগ্রামে মাছুম (৪)কে কোলে নিয়ে বাড়ীর কাজের মেয়ে বাড়ীর পাশে নারিকেল তলায় ঘুরা-ঘুড়ি করছিল। ওই সময় হঠাৎ নারিকেল গাছ থেকে একটি ডাব শিশুটি মাথায় পড়ে। এতে নারিকেলর ডাবের আঘাতে শিশুর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। পরে শিশুটি কে খুলানা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা দেন। শিশুটি মধুগ্রামের মোঃ মারুফ চৌধুরীর ছেলে। এসএমএইচ/এসআর |