পূর্বধলার হত্যা মামলার অন্যতম আসামী গ্রেফতার |
![]() বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর রাতে গাজীপুরের গাছা থানা থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মোনাহার হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোর রাতে গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে নিজ ভাইকেকে হত্যা মামলার এজাহারভুক্ত ওই আসামিকে গ্রেফতার করেন। জানা যায়, চলতি বছরের গত ১১ অক্টোবর সকালে নেত্রকোনার পূর্বধলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকউড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইমান আলীকে (৬০) কুপিয়ে হত্যা করে তারই সহোদর আমজাদ আলী (৫৫), আহাম্মদ আলী (৪০) ও মোহাম্মদ আলী (৫০)। এ ঘটনায় নিহতের ছেলে এন্টাস মিয়া বাদী হয়ে ৭জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এআই/এসআর |