দৌলতখানে যুবতীকে ধর্ষণের চেষ্টা |
![]() ভোলার দৌলতখানে ১৮ বছরের বয়সী এক যুবতী নারীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রেমিক আঃ মন্নানের বিরুদ্ধে। মধ্য মেঘনায় অবস্থিত উপজেলা মদনপুর ইউনিয়নের চর পদ্মাগ্রামে বুধবার রাতে এঘটনায় ঘটে। এঘটনায় ভুক্তভোগী ওই যুবতী নারী বাদী হয়ে আঃ মন্নানকে একমাত্র আসামী করে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আঃ মন্নান ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত আব্দুল মাঝির ছেলে। সে জেলে কাজ করতো। এঘটনার পর থেকে অভিযুক্ত আঃ মন্নান পলাতক রয়েছে। যুবতী নারীর ভাষ্যমতে, মন্নান দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ো আসছিলো। এতে সে রাজি ছিলোনা। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুযোগ কাজে লাগিয়ে যুবতী নারীকে একাধিকবার দৈহিক মেলামেশার প্রস্তাব দেয়। মেলামেশার বিষয়টি যুবতী নারী প্রত্যাখান করায় বুধবার গভীর রাতে আঃ মন্নান তাকে তুলে নিয়ে ঝুপড়ি কলা বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে প্রেমিক আঃ মন্নানকে ধাওয়া করলে সে সেখান থেকে সটকে পরে। পরদিন থানায় এসে যুবতী নারী বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। যুবতী নারীর বাবা জানান, আমি ও আমার স্ত্রী রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। মেয়েকে রাতে আধাঁরে তুলে নিয়ে এরকম ঘটনা ঘটাচ্ছে। মন্নানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এম/এসআর |