বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের এর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক |
![]() শুক্রবার এক শোকবার্তায় বলেন, আলী যাকের ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান অবিস্মরণীয়। এ শক্তিমান অভিনেতার মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এক বিরাট শূন্যতা তৈরি হলো। বাঙালি জাতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। মন্ত্রী মরহুম আলী যাকের এর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, নন্দিত অভিনেতা আলী যাকের আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এইচএস |