For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৬২ শিক্ষক পাচ্ছেন না ভাতা

Published : Wednesday, 25 November, 2020 at 9:39 PM Count : 362

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজ ও হালুয়াঘাট সরকারি আর্দশ উচ্চ বিদ্যালয় সরকারি হলেও এ দুটি শিক্ষকরা এখনো রয়েছেন বেসরকারি। পাচ্ছেন না সরকারি ভাতা।

জানা যায়, ২০১৮ সনের ৮ আগস্ট হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজকে ও ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়কে জাতীয় করণ করে প্রজ্ঞাপণ জারি করা হয়। প্রতিষ্ঠান দুটি সরকারি করণের দীর্ঘ সময় পার হলেও উভয় প্রতিষ্ঠানের ৬২ জন শিক্ষক পাচ্ছেন না সরকারি ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা। ফলে দ্রব্যমূল্যের এই বাজারে শিক্ষকরা মানবেতর জীবনযাপন পালন করছেন শিক্ষকরা। 
 
গত ৩ সেপ্টেম্বর হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজর ৩৮ জন শিক্ষককে পদ সৃজন ও আত্তী করণের জন্যে ডাকে শিক্ষা মন্ত্রনালয়। ১ম, ২য়, ৩য় ফেইজে সরকারি করণের যাচাই বাছাই সম্পন্নের কাজ চলছে। অত্র কলেজের কাজ চলছে ১ম ফেইজে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মজিবর রহমান। কাজের অগ্রগতি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে অতঃপর শিক্ষা মন্ত্রণালয় সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খু বিশ্লেষণ করে শিক্ষকদের সরকারি করণের জন্য জারি করবে প্রজ্ঞাপণ। তখন থেকে সরকারি বেতন ভাতার সুবিধা পাবেন শিক্ষকরা। 

এছাড়াও ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর জাতীয়করণ করা হয় হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় উপজেলার প্রাচীণ ও বৃহত্তম এই বিদ্যালয়টি ২৪ জন শিক্ষক ও শিক্ষিকা নিয়ে সরকারি করণের আওতায় আসে।

২০২০ সালের ১২ ফেব্রুয়ারিতে পদ সৃষ্টি ও আত্তী করণ সম্পর্কিত বিষয়ে সাক্ষাৎকার দেন বলে জানালেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব। এদিকে জাতীয় করনের পর থেকে শিক্ষকরা শুধুমাত্র এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার)এর টাকা পাচ্ছেন। দীর্ঘ সময়েও সরকারী অংশের টাকা পাওয়া বা তা কার্যকর না হওয়ায দ্রব্যমূল্যের এই বাজারে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন।
 
এবিষয়ে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন, শিক্ষক ও শিক্ষিকাদের সরকারি বেতন ভাতাদ্বি সরকারি প্রজ্ঞাপণ অচিরেই কার্যকর হবে।
এবিষয়ে ময়মনসিংহ বিভাগের মাধ্যমিক উচ্চ শিক্ষার উপ-পরিচালক আবু নুর মো. আনিসুল ইসলাম চৌধুরী এ প্রতিবেদককে বলেন, শিক্ষকদের সরকারী করনের পুরো বিষয়টি সম্পূর্ণ হবে এই মুজিববর্ষে অর্থাৎ ১৭ মার্চ ২০২১ এর মধ্যে।

জিসি/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft