বাগমারার মাদক ব্যবসায়ী সুমন আটক |
![]() বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে মাদকসহ গ্রেফতার করে যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই মো. আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভাটার মোড় হতে শান্তিপুর হাফেজিয়া মাদ্রাসার সামনের রাস্তায় অভিযান চালায়। এসময় সাড়ে ১২ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুমনকে আটক করে পুলিশ। সুমন উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডস্থ শান্তিপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে। যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই মো. আব্দুর রহিম জানান সুমন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হবে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান। এদিকে মাদক ব্যবসায়ী সুমনকে আটক করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। এইচএস/এইচএস |