চৌগাছায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু |
![]() যশোরের চৌগাছায় সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)র আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেইলি অবজারভারের উপজেলা প্রতিনিধি ও চৌগাছা প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। এ সময় বক্তব্য রাখেন, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এম. এনামুল হক, পিআইবির প্রশিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) খুলনা বিভাগীয় যুগ্ম মহাসচিব, ডেইলি অবজারভার প্রতিনিধি ও ডিবিসি টেলিভিশনের যশোর প্রধান সাকিরুল কবীর রিটন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও যমুনা টেলিভিশনের যশোর প্রধান সাজেদ রহমান বকুল। প্রশিক্ষণে চৌগাছায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। আগামী ২৭ নভেম্বর এ প্রশিক্ষণ শেষ হবে। -জেডআর/এমএ |