মা'কে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধন |
![]() মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ গহরপুর এলাকার স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে বক্তারা বলেন, অন্য এলাকার লোকজনের সহায়তায় মা, ছোট ভাই ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করা একটি ঘৃণিত ঘটনা। এ ঘটনায় জড়িত সিদ্দিকুর রহমানসহ তার সহযোগী জাকির ও তার স্ত্রী সুমনার বিচার দাবি করছি। এ সময় বক্তব্য রাখেন, আব্দুস সত্তার শরীফ, সেলিম খান, রুস্তম আলী, ফাতিমা প্রমূখ। গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহরপুর গ্রামে ছেলের দায়ের কোপে গুরুতর আহত হন ৮৯ বছরের বৃদ্ধা মা জয়তুন নেছা। অসুস্থ মাকে হাসপাতালে নেয়ার পথে দ্বিতীয় দফায় গতিরোধ করে ছোট ভাই আবুল বাশার ও তার স্ত্রী তানিয়াকেও কুপিয়ে গুরুতর জখম করে সিদ্দিকুর রহমানের ছেলে মুসা, ইমরান, উপজেলা নির্বাহী অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী জাকির ও তার স্ত্রী সুমনা। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাঈদ আহমেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার এক আসামিকে ইতিমধ্যে আটক করে জেলে পাঠানো হয়েছে। -এসএম/এমএ |