বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত |
![]() সোমবার (২৩ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া। তিনি ২০২০-২১ অর্থ বছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনসহ কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে পর্যালোচনা করেন। এছাড়া এসিডি ০১, ০২ ও সিএসএমই সহ মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ঋণ বিতরণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আজিজুল বারী। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন। বর্তমানে সারাদেশে ১০৩৮টি শাখার মধ্যে প্রায় ৪২১টি অন-লাইন এবং ৪৬১টি অটোমেটেড শাখার মাধ্যমে এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ময়মনসিংহ শহরে ৬টি এটিএম বুথের মাধ্যমে ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা প্রদান করছে ব্যাংকটি। এইচএস |