ঠাকুরগাঁওয়ে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার |
![]() শনিবার দুপুরের দিকে উপজেলার উদিসা-লক্ষ্মীপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাণী ওই গ্রামের ধীরেন চন্দ্র রায়ের মেয়ে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরের দিকে রাণী তার শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগান। এ সময় তার বড় ভাই নন্দ রাম এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে আসে। পরে রাণীর মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতি সাপেক্ষে মরদেহ দাহ করা হয়েছে বলেও জানান ওসি। এএ/এসআর |