মাস্ক না পড়ায় মাটিরাঙ্গায় ২১ জনকে জরিমানা |
![]() শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বাজারসহ মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব ও সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি। এ সময় মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মতে ২১ জনকে জনকে ৩ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মাস্কবিহীন পথচারীদের মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে অনুসরণ না করা ও মাস্ক পরিধান না করায় তাদের জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি। নিজেদের সুরক্ষায় সকলকে মাস্ক পড়ারও আহ্বান জানান তিনি। বাইরে চলাচলের ক্ষেত্রে সবসময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেব বলেন, সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আমরা কাজ করছি। বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসন মাঠে থাকবে। এর আগেও গত ৪ দিনে পৃথক পৃথক অভিযানে মাটিরাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৭১ জনকে ১৮ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে সড়ক পরিবহন আইনে একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। -এমআর/এমএ |