স্ত্রীর মামলায় পুলিশ সদস্য কারাগারে |
![]() বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইনের আদালতে জামিন আবেদন জানালে শর্ত ভঙ্গ করায় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মীমাংসার শর্তে জামিন পান ওই পুলিশ সদস্য। পুলিশ সদস্য কাজী রিফাত হোসেন রনি শহরের ঝুমঝুমপুরের কাজী শাহাজান আলীর ছেলে। তিনি বর্তমানে ঢাকার মিরপুর পুলিশ লাইনে কর্মরত। ২০১৯ সালের ১৯ নভেম্বর আসামি রনি যশোর সদর উপজেলার বালিয়াঘাট গ্রামের মোতালেব হোসেনের মেয়ে যুথি খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় মেয়ে-জামাইকে সাধ্যমত গহনা দেয়া হয়। যুথিকে তার বাড়িতে তুলে না নিয়ে রনি শ্বশুরবাড়িতে যাতায়াত করতে থাকেন। শ্বশুর বাড়িতে নেয়ার জন্যে যুথি স্বামী রনিকে বললে তিনি তালবাহানা শুরু করেন। একপর্যায়ে স্ত্রীকে তুলে নিতে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন রনি। গত ৩১ জুলাই যৌতুকের টাকা না দিলে যুথিকে তুলে নেবেন না বলে সাফ জানিয়ে দেন রনি। বাধ্য হয়ে যুথি গত ২৪ অগাস্ট আদালতে মামলা করেন। গত ১৯ অক্টোবর ধার্য দিনে আসামি রনি আদালতে আত্মসমর্পণ করে মীমাংসার শর্তে জামিন নেন। বৃহস্পতিবার আদালত জানতে পারেন রনি মীমাংসা করেননি। এ সময় বিচারক আসামি রনির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। -এসকে/এমএ |