হিলিতে মরহুম মুরাদ স্মৃতি মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন |
![]() বুধবার সকালে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই টুর্ণামেন্টের আয়োজন করে হাকিমপুর পৌরসভা। হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন ব্যাটিং করে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনি খেলায় শান্তিরমোড় জুয়েল একাদশকে ৭ উইকেটে হারিয়ে ছাতনির মিম একাদশ জয়ী হয়। হাকিমপুর পৌরসভার মোট ২২টি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে। এ সময় উপস্থিত ছিলেন, মরহুম মুরাদের বড় ভাই ও প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান মিলন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক ক্রিকেটার জাবেদ হাসানসহ আরও অনেকে। -জিএম/এমএ |