অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই |
![]() কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। রোববার বেলা সোয়া ১২টার দিকে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে জানানো হয়, সৌমিত্রের মৃত্যু হয়েছে। ৪০ দিন ধরে বেলভিউতে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। খুব স্বাভাবিক ভাবেই তাই করোনামুক্ত শরীর একটু-একটু করে হারাতে বসেছিল রোগের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা। ফলে তাঁকে দীর্ঘদিন লাইফ সাপোর্টে রাখতেও হয়েছিল। চিকিৎসকদের সূত্রে জানা যায়, মাল্টিঅর্গান ফেলিওর, ব্রেনডেথ হয়ে মৃত্যু হয়েছে সৌমিত্রের। বুধবার বিকেলের পর থেকেই চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যান এই বর্ষীয়ান অভিনেতা। ৮৫ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা গত ০৬ অক্টোবর করোনায় আক্রান্ত হলে কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়। নানাবিধ শারীরিক সমস্যায় ভোগা সৌমিত্র চট্টোপাধ্যায়কে দু'বার প্লাজমা থেরাপি দেওয়ার পর করোনামুক্ত হন এই অভিনেতা। এরপর চিকিৎসায়ও বেশ ভালো সাড়া দিচ্ছিলেন সৌমিত্র বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৫৯ সালে অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। এরপর তিনি সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ১৪টিতে অভিনয় করেছেন। কবি ও আবৃত্তিশিল্পী হিসেবেও তিনি বেশ পরিচিত। -এমএ |