আজিজুল হাকিম করোনায় আক্রান্ত |
![]() স্ত্রী সন্তানসহ জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত হয়েছেন। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এ তথ্য জানান। তিনি বলেন, জ্বর আসার পর আজিজুল হাকিম ভাই ও তার স্ত্রী-পুত্র করোনা পরীক্ষা করান। তাদের ৩ জনেরই করোনা রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।' নাসিম বলেন, করোনা হলেও শারীরিক অন্য কোনও জটিলতা নেই তাদের। অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন সবাই। রক্তের কিছু টেস্টও করিয়েছেন তারা। বৃহস্পতিবার রিপোর্ট আসবে। তারপর চিকিৎসকরা পরবর্তী করণীয় জানাবেন। সবার কাছে দোয়া চেয়েছেন আজিজুল হাকিম ও তার স্ত্রী-পুত্র৷ -এমএ |