মুজিববর্ষ সেরা কণ্ঠ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত |
![]() সোমবার দিনব্যাপী উপজেলা শিল্পকলা একাডেমীতে শিল্পীদের এই বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে প্রথম হয়েছে মারিয়া ইসরাত প্রীতি; দ্বিতীয় শারমিন আক্তার ও তৃতীয় গাফফার ইসলাম। বিজয়ীরা জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ইয়েস কার্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষের সঞ্চালনায় বাছাই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, মহিলা অনার্স কলেজের প্রভাষক মামুনুল হাসান ও সংগীত প্রশিক্ষক অপূর্ব কুমার দাস। আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জারজিস ইসলাম মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিল্পকলা একাডেমীর সকল সদস্যবৃন্দ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসক এই প্রতিযোগিতার আয়োজন করেন। পর্যায়ক্রমে জেলার ১১টি উপজেলায় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। -এমএ |