For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

বাংলাদেশে এলো মোটরোলার মোটো জি 8 পাওয়ার লাইট

Published : Sunday, 8 November, 2020 at 7:39 PM Count : 294

আমেরিকান মাল্টিন্যাশনাল টেলিকমিউনিকেশন কোম্পানি মোটরোলা বাংলাদেশের বাজারে তাদের নতুন মোটো জি 8 পাওয়ার লাইট অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল ফোন নিয়ে এসেছে।

মোটরোলা স্মার্টফোন টিতে রয়েছে-ফোনটি 2020, এপ্রিল 3 মুক্তি পেয়েছে। ফোনটির ডিসপ্লে আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, 16 এম রঙ এবং আয়তন 6.5 ইঞ্চি, 102.8 সেমি 2 (~ 82.2% স্ক্রিন-টু-বডি অনুপাত)। ফোনটির ওজন 200 গ্রাম। ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে Android 9.0 (পাই)। ফোনটিতে রয়েছে ৪ জিবি MT6765 হেলিও পি 35 র‌্যাম। ফোনটির প্রধান ক্যামেরা ১৬+২+২ এমপি এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা যুক্ত এবং সেলফি ক্যামেরা 8 এমপি, এফ / 2.0, (প্রশস্ত), 1.12µm। ফোনটির ব্যাটারি হল অপসারণযোগ্য লি-পো 5000 এমএএইচ ব্যাটারি। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট (রিয়ার-মাউন্ট করা), অ্যাকসিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি ইত্যাদি। সব মিলিয়ে ফোনটি অসাধারন।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর প্রসনাথ মানি বলেন, বাংলাদেশ বিশ্বের একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। আমরা এই বাজারে আসতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশের বাজারে আমরা আমাদের প্রথম সারির স্মার্ট ফোন moto g8 power lite নিয়ে এসেছি। 

বর্তমানে এই মডেলটি বিশ্বের সবচেযে আধুনিক একটি ব্যান্ড। যার নতুনত্ব অন্যদের থেকে সম্পূর্ণ পৃথক। আমরা  অত্যন্ত আশা আশাবাদি বাংলাদেশির গ্রাহকদের এটি মনজয় করবে। 
মোটরোলা মোটো জি 8 পাওয়ার লাইট ফোনটি বাংলাদেশে বাজারজাত করবে সেলএক্সটা লিমিটেড। মুঠোফোনটির দাম ধরা হয়েছে ১৫,৫০০ টাকা।

এইচএস


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft