করোনায় আক্রান্ত অপূর্ব আইসিইউতে |
![]() আরিয়ান বলেন, ‘গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন অপূর্ব। এরপর করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসকরা গুরুত্বের সাথে চিকিৎসা করছেন। সবার কাছে দোয়া চাই। আশা করছি দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন।’ কিছুদিন আগেই বান্দরবানে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরেন অপূর্ব। এরপর সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেন। এরপরই অপূর্ব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসআর |