For English Version
মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
হোম

চোর ধরে বিপাকে গ্রামবাসী

Published : Sunday, 1 November, 2020 at 3:14 PM Count : 468

ভোলার চরফ্যাশনে চোর ধরে বিপাকে পড়েছেন এক বাগান মালিকসহ গ্রামবাসী।

শনিবার দক্ষিণ আইচা থানায় ভুক্তভোগী ও অভিযুক্ত পাল্টাপাল্টি অভিযোগ করেন।

এর প্রেক্ষিতে রোববার দক্ষিণ আইচা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গত সোমবার (২৬ অক্টোবর) উপজেলার দক্ষিণ আইচা থানার চর আর কলমী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার রাতে চর আর কমলী গ্রামের আবু তাহের মুন্সির বাগানে হানা দেয় কিশোর আল আমিন। সুপারী পাড়তে গাছে উঠলে বাগান মালিক আবু তাহের মুন্সি সুপারীসহ তাকে আটক করেন। আটকের পর আল আমিনের অভিভাবক ও গ্রামবাসীদের খবর দেয়া হয়। গ্রামবাসী ও আল আমিনের অভিভাবকরা বিষয়টি নিয়ে সমঝোতায় বসলে ঘটনাস্থলে উপস্থিত হয় দক্ষিণ আইচা থানা পুলিশের একটি দল।

এসআই মেহেদী হাসান জানান, শিশুকে চুরির অপবাদে আটক রেখে নির্যাতন করা হচ্ছে- ৯৯৯ থেকে এমন  খবর পেয়ে উদ্ধারের জন্য গিয়েছিলেন তারা। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিশোর আল আমিনকে সুপারীসহ উদ্ধার করে বড় ভাই ইমনের হাতে তুলে দেয়। পাশাপাশি সুপারী বাগান মালিক আবু তাহের মুন্সিকে ক্ষতিপূরণ বাবদ ৩ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত হয়। তাৎক্ষণিক ভাবে এই ক্ষতিপূরণের ৩ টাকার জিম্মাদার হন স্থানীয় যুবক হারুন। পর দিন ক্ষতিপূরণের এই টাকা পরিশোধের কথা ছিল।

এদিকে, শনিবার (৩১ অক্টোবর) কিশোর আল আমিনের বড় ভাই ইমন বাদি হয়ে দক্ষিণ আইচা থানায় চাঁদা দাবি ও পরিশোধ না করায় ছোট ভাই কিশোর আল আমিনকে আটক এবং নির্যাতনের অভিযোগ তুলে অভিযোগ দাখিল করেন। অভিযোগে বাগান মালিক আবু তাহের মুন্সির জামাতা বাবুল, প্রতিবেশী ফুয়াদ ও জিম্মদার হারুনকে আসামি করা হয়েছে।

পাশাপাশি বাগান মালিক আবু তাহের মুন্সিও থানায় পাল্টা অভিযোগ করেছেন। অভিযোগে কিশোর আল আমিন, বড় ভাই ইমন ও দুলালকে আসামি করা হয়েছে। দুলাল বাংলাদেশের একটি বিশেষ বাহিনীতে কর্মরত আছেন। তার বিরুদ্ধে বাগান মালিকসহ গ্রামবাসীকে হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত হারুনসহ গ্রামবাসীরা জানান, এই কিশোর ইতিপূর্বে চুরি করার সময় গরুসহ হাতে নাতে আটক হন। গ্রামজুড়ে নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পরেছে সে। কিন্ত বয়স বিবেচনায় কেউ কিছু বলতে পারছে না। কিশোরের পরিবারও তাকে সংশোধনের উদ্যোগ না নিয়ে উল্টে গ্রামবাসীকে জব্দ করছে।

ওসি মিলন কুমার ঘোষ জানান, কিশোর কর্তৃক বাগানের সুপারী চুরিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। যা পুলিশের মধ্যস্থতায় নিষ্পত্তি করা হয়েছিল। এখন বাগান মালিকসহ গ্রামবাসীর বিরুদ্ধে চাঁদা দাবি কিংবা কিশোর আল আমিনকে নির্যাতনের যে অভিযোগ তোলা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

-এসএফ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft