কমলনগরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার |
![]() পুলিশ জানায়, রোববার সকালে নিশুর নানা মারা যায়। খবর পেয়ে বাবা-মা নিশুকে ঘরে একা রেখে তার নানার বাড়িতে যায়। পরে বিকেলে বাড়ির অন্য সদস্যরা বসতঘরের আড়ার সঙ্গে নিশুর লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিশু আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপমৃত্যুর মামলা রেকর্ড করে লাশটি ময়নাতদন্তের জন্য সোমবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। বিএইচ/এইচএস |