গাঁজাসহ ‘সিআইডি’র অভিনেত্রী গ্রেফতার |
![]() মাদক কাণ্ডে বলিউডে যখন টালমাটাল অবস্থা ঠিক তখনই গাঁজাসহ গ্রেফতার হলেন ভারতীয় টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহান। গেল শনিবার মুম্বাইয়ের ভারসোভা এলাকা থেকে তাকে ও ফয়সাল নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবর, গ্রেফতারের সময় প্রীতিকা ও ফয়সালের কাছে ৯৯ গ্রাম গাঁজা পাওয়া যায়। তাদের এরই মধ্যে আদালতেও হাজির করা হয়েছে। ভারতের হিমাচল প্রদেশের মেয়ে প্রীতিকা। ২০১৫ সালে ছোট পর্দায় অভিষেক হয়। ‘সাবধান ইন্ডিয়া’, ‘সিআইডি’ টিভি শোয়ে অভিনয় করেছেন তিনি। ‘সংকটমোচন মহাবলি হনুমান’ ধারাবাহিকে দেবী সরস্বতীর ভূমিকায় দেখা গেছে তাকে। এইচএস |