For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

ফেনীতে বর্জ্য থেকে উৎপাদিত হবে জৈব সার

Published : Friday, 23 October, 2020 at 12:53 PM Count : 540

ফেনীতে বর্জ্য থেকে উৎপাদন হবে জৈব সার। এতে করে পরিবেশ যেমন সুন্দর হবে তেমনই উপর্জন হবে নগদ টাকা। অথচ ঠিকাদারের গাফিলতির কারণে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় বর্জ্য থেকে সার উৎপাদন এখনও শুরু হয়নি।

কর্তৃপক্ষ বলছে, আগামী মাসের শুরুর দিকে বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের কাজ শুরু করা সম্ভব হবে। এতে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এলাকাবাসীর।

জেলায় প্রতিদিনকার সংগৃহীত ময়লা-আবর্জনা থেকে সার উৎপাদনের জন্য বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ও পরিবেশ অধিদপ্তরের তত্বাবধানে ফেনী পৌরসভার সুলতানপুরের বিটপিকা এলাকায় একটি প্রকল্পের কাজ নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে বিভিন্ন স্থানে সড়কের পাশে রাখা ময়লার দুর্গন্ধের দুর্ভোগ থেকে রক্ষা পাবেন এই অঞ্চলের মানুষরা। ঠিকাদারের গাফিলতির কারণে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে গত দুই বছরেও ফেনী পৌরসভার সুলতানপুরে বর্জ্য থেকে সার উৎপাদন কেন্দ্র এখন পর্যন্ত হস্তান্তর করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মঞ্জুরুল হক মঞ্জু।

কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে চালু করতে না পারায় শহরে যত্রতত্র আবর্জনার উৎকট দুর্গন্ধে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে নির্মাণাধীন বর্জ্য থেকে সার উৎপাদন প্রকল্পের দ্বিতীয় মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারী মাসে শেষ হয়েছে। প্রকল্পটির কাজ শেষ করতে না পারায় মানুষকে প্রতিনিয়ত ময়লার দুর্গন্ধে বসবাস ও চলাচল করতে হচ্ছে।
জানা যায়, এক কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৮৭ টাকা বরাদ্ধে ২০১৮ সালের ১ অগাস্ট প্রকল্পের কার্যাদেশ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মঞ্জুরুল হক মঞ্জু। ওই বছরের ৭ অক্টোবর পৌরসভার ৬ নং ওয়ার্ড সুলতানপুর এলাকায় জৈব সার উৎপাদন কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৭০ শতক জমির ওপর ২০১৯ সালের ০১ মে কাজটি শেষ করার নির্দেশনা দেয় পরিবেশ অধিদপ্তরের ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (সিডিএম) ও ফেনী পৌরসভা। নির্ধারিত সময়ে কাজের ৪০ ভাগ বাকি থাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান সময় বৃদ্ধির আবেদন করেন। পরে আবেদন বিবেচনা করে দ্বিতীয় মেয়াদে সময় বৃদ্ধি করে চলতি বছরের ০২ ফেব্রুয়ারী পর্যন্ত প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজ শেষ করার জন্য সময় বর্ধিত করা হয়। কয়েক দফায় গেট, সীমানা প্রাচীর তৈরীর স্থান ও ডিজাইন পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনগুলো প্রকল্পের কার্যালয় থেকে অনুমোদন করতে সময় নষ্ট হওয়ায় যথাসময়ে কাজ শেষ করা যায়নি।

প্রতিদিন ফেনী পৌরসভাসহ বিভিন্ন পৌরসভা মিলে ৭০ থেকে ৮০ টন বর্জ্য তৈরী হয়। এসব বর্জ্য থেকে পঁচনশীল দ্রব্য ও অপচনশীল দ্রব্য আলাদা করে প্রকল্পে ব্যবহার করা হবে। ফেনীতে নির্মাণাধীন প্রকল্পের ধারণ ক্ষমতা দৈনিক ৭ টন। প্রাথমিক ভাবে দুই বছর পরিবেশ অধিদপ্তরের একটি এনজিও এটি পরিচালনা করবে। তারা এখান থেকে উৎপাদিত জৈব সার সরাসরি কৃষকের কাছে বিক্রি করে এর চাহিদা তৈরী করবেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাসুদ খন্দকার জানান, করোনায় ফেনীতে লকডাউন থাকার কারণে শ্রমিক সংকটসহ বিভিন্ন কারণে কাজের ধীরগতি হয়েছে। আমরা এখন দ্রুত কাজ এগিয়ে নিচ্ছি।

ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন জানান, কমপেষ্ট প্লান্টটি প্রতিষ্ঠার কারণে এখানকার অনেকের বেকার সমস্যার সমাধান হবে। এতে প্রায় ১০০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এটির কাজ আরও আগে শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু করোনায় শ্রমিক সংকটে কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। আমরা আশা করি আগামী মাসেই কাজ সম্পূর্ণ হবে।

-এটি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft