যশোর সদরে আড়াই লক্ষাধিক ভোটের ব্যবধানে নৌকা জয়ী |
![]() মঙ্গলবার রাতে সদর উপজেলার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসের হুমায়ুন কবির বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সদর উপজেলার ১৭৫টি কেন্দ্রে পাঁচ লাখ ৬০ হাজার ৫২৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে দুই লাখ ৮৮ হাজার ৪১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহের হার ৫১ দশমিক ৭৭ শতাংশ। বাতিল হয়েছে একহাজার ৭৮১ ভোট। উল্লেখ্য, যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে কেশবপুর সংসদীয় উপ-নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। যার কারণে চলতি বছরের ১৪ ফেব্রæয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়। এসকে/এইচএস |