For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

কক্সবাজারে ২৯৯টি মন্ডপে হবে দুর্গাপূজা

Published : Tuesday, 20 October, 2020 at 10:26 PM Count : 579

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে ২২ শে অক্টোবর। দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে মহাষষ্ঠীর মধ্য দিয়ে। আগামী ২৬ অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী দূর্গোৎসবের। চলতি বছর মহাষষ্ঠীতে দোলায় চড়ে আসবেন দুর্গা। আর পূজার সকল আনুষ্ঠিকতা শেষে গজে (হাতি) চড়ে কৈলাশে ফিরবেন দুর্গা। 

কক্সবাজার জেলায় এবারে ২৯৯ টি মন্ডপে দুর্গোৎসব পালন করা হবে। তাতে প্রতিমা পূজা হবে ১৪৪ টি এবং বাকী ১৫৫ টিতে হবে ঘট পূজা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্তের আলোকে ৭ দফা নির্দেশনা এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের পুজোকালীন সময়ে করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক ২৬ দফা মেনে এবারের দুর্গোৎসব পালন করা হবে। এবারে পূজায় কোন উৎসব থাকছে না। রং ছিটাবে না। বাজি ফোটানো হবে না। শান্তিপূর্ণভাবে উদযাপন হবে দুর্গোৎসব। বিসর্জনের সময় হবে না কোন শোভাযাত্রা। 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে ব্রাহ্ম মন্দির প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময়কালে এ তথ্য জানানো হয়।

মতবিনিময় সভায় জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিদ দাশ বলেন, ৫ দিনের উৎসবে মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করবে সনাতন ধর্মাবলম্বীরা। ২৬ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে স্ব স্ব উপজেলায় প্রতিমা বিসর্জন দিবে অর্চনাকারিরা। জেলা শহরের প্রতিমাগুলো সামাজিক বিধি মেনে কক্সবাজার সমুদ্র সৈকতে বিসর্জন দিবে। তবে থাকবে না কোন আনুষ্ঠানিকতা। প্রতিমা এনে যে যার মত করে বিসর্জন দিবে। 
তিনি আরো বলেন, এবারে জেলায় ২৯৯ টি মন্ডপে দুর্গোৎসব পালন করা হবে। তাতে প্রতিমা পূজা হবে ১৪৪ টি এবং বাকী ১৫৫ টিতে হবে ঘট পূজা। তারমধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৪টি প্রতিমা পূজা ও ২০টি ঘট পূজা, কক্সবাজার পৌরসভায় ১১টি প্রতিমা পূজা ও ৯টি ঘট পূজা, রামু উপজেলায় ২০টি প্রতিমা পূজা ও ১০টি ঘট পূজা, চকরিয়া উপজেলা ও পৌরসভায় ৪৬টি প্রতিমা পূজা ও ৪২টি ঘট পূজা, পেকুয়া উপজেলায় ৬ টি প্রতিমা ও ৭টি ঘট, কুতুবদিয়া উপজেলায় ১৩টি প্রতিমা ও ২৯টি ঘট, মহেশখালী উপজেলা ও পৌরসভায় ১টি প্রতিমা ও ৩০টি ঘট, উখিয়া উপজেলায় ৬টি প্রতিমা ও ৮টি ঘট এবং টেকনাফ উপজেলা ও পৌরসভায় ৬টি প্রতিমা পূজা হবে। জেলা প্রশাসনের সহযোগিতায় রোহিঙ্গা শিবিরে ঘট পুজা করা হবে। জেলায় এবারের পূজার জন্য সরকার থেকে ১৪৭ মেট্রিকটন ৫০০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। তা উপজেলা ভিত্তিক তারা বন্টন করে দিয়েছেন।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সকলের সাথে মতবিনিময় সভাও সম্পন্ন করা হয়েছে। নামাজের সময় আগে-পরে একঘন্টা সকল ধরণের বাধ্যযন্ত্র, মাইক, সাউন্ড সিস্টেম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সকল মন্ডপে।

জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দিপক শর্মা দিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ, সামশুল হকে শারেক, মমতাজ উদ্দিন বাহারী, সরওয়ার আজম মানিক, ফরহাদ ইকবাল। 

এই সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, সহ-সভাপতি উজ্জ্বল কর, রতন দাশ, বিপুল সেন, যুগ্ম সম্পাদক স্বরূপম পাল পাঞ্জু, কক্সবাজার পৌরসভার সভাপতি বেন্টু দাশ, সাধারণ সম্পাদক মিটন কান্তি দে, সদরের সভাপতি দীপক দাশ, বিশ্বজিত পাল, স্বপন দাশ, দুলাল দাশ, পরিমল দাশ, বলরাম দাশ অনুপম, চঞ্চল দাশ গুপ্ত, মিটন কান্তি দে প্রমুখ।

সন্ধ্যা বেলায় কোন দর্শণার্থীকে মন্ডপে না যেতে অনুরোধ করেন সাধারণ সম্পাদক বাবুল শর্মা।

এফআই/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft