মালয়েশিয়ায় লকডাউনে বেসরকারি কর্মীদের ঘরে থাকার নির্দেশনা |
![]() মালয়েশিয়া করোনার দ্বিতীয় ঢেউয়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে সংক্রমন। পরিস্থিতি মোকাবেলায় ১৪ অক্টোবর থেকে চলছে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও), এই অবস্থায় আরো কঠোর হচ্ছে দেশটির সরকার। আগামী ২২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন বেসরকারি অফিস কর্মীদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন সিনিয়র মন্ত্রী দাতো সেরী ইসমাইল সাবরি ইয়াকুব। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কুয়ালালামপুরে স্থানীয় সংবাদমাধ্যমে এক বিবৃতিতে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এটি কেবল সরকারি প্রস্তাবনা কিংবা পরামর্শ নয়। এটা সরকারি নির্দেশনা। ২২ অক্টোবর থেকে কুয়ালালামপুর, সেলেঙ্গর, সাবাহ, পুত্রাজায়া এর বেসরকারি অফিস কর্মকর্তা কর্মচারিগণ বাসায় থেকে কাজ করতে হবে। আর সরকারি কর্মীদের জন্য পাবলিক সার্ভিস এর ডিরেক্টর জেনারেল এবিষয়ে শিগগিরই নির্দেশনা দিবেন। তিনি আরো বলেন, অব্যাহত করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে জাতীয় সুরক্ষা কাউন্সিলের স্বিদ্বান্তে এই নির্দেশনা জারি করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড -১৯ এ আক্রান্ত ৮৬২ জন, মোট আক্রান্ত ২২,২২৫ গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন, মোট মারা গেছেন ১৯৩ জন। গত ১৮ ই মার্চ থেকে টানা লকডাউনে দেশটির জিডিপি ২২ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছে। দেশি ও বিদেশি শ্রমিকরা কাজ হারিয়ে বেকার হয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হন। তারপর জুলাইয়ের প্রথম দিকে লকডাউন শিথিল হওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে এবং মার্কিন ডলারের বিপরীতে মালয় রিংগিতের মান বাড়তে থাকে। শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরার পরিবেশ তৈরী হয়। এদিকে ২২ তারিখ থেকে বেসরকারি অফিস কর্মীদের জন্যে নতুন নির্দেশনার খবরে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এএম/এইচএস |