কাশফুলের সমারোহে মাতোয়ারা দিয়াবাড়ি |
![]() শরত এলেই কাশফুলে ছেয়ে যায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকা। নীল আকাশের নিচে সাদা কাশফুল, এ যেন মনের আঙ্গিনায় নতুন প্রেমের আলোড়ন। এমনই মনমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই উত্তরার দিয়াবাড়িতে ভীড় করছেন দর্শণার্থীরা। চারদিকে শরতের শুভ্র কাশফুল, আর লেকের ধারে শরীর, মন জুড়িয়ে দেওয়া বাতাস। হঠাৎ কালো মেঘ করে এক পশলা বৃষ্টি। প্রকৃতির এমন রুপ বৈচিত্র্য দেখতে পরিবার-পরিজন নিয়ে অনেকেই আসছেন উত্তরা দিয়াবাড়িতে। দুপুরের খরতাপ খানিকটা ম্লান হলেই লোকসমাগম শুরু হয় এখানে। ![]() তুরাগের ফুলবাড়ীয়ার রানাভোলা থেকে পরিবার নিয়ে দিয়াবাড়িতে এসেছেন স্বপন রানা। তিনি বলেন, 'করোনা পরিস্থিতির কারণে মেয়েকে (২) নিয়ে কোথাও যেতে পারিনি। এ কারণে অনেক দিন পর পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে কাশবনে ঘুরে স্বস্তির নিঃশ্বাস নিলাম। হালকা, মৃদু বাতাসে কাশফুলের দোলের মাঝে নিজেকে যেন হারিয়ে ফেলেছিলাম।' মূলত করোনার আতংক আর নগরের যান্ত্রিক পরিবেশ থেকে বের হয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই যেন এখানে এখন ছুটে আসেন নগরবাসী। -এমএ |