বৃদ্ধকে রাতভর মারধর থানায় পাল্টাপাল্টি অভিযোগ |
![]() উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাশেম আলী ব্যাপারী বাড়ির বৃদ্ধের বসতঘরে সোমবার এ মারধরের ঘটনা ঘটে। বৃদ্ধ আবু কালামকে মারধর করার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এঘটনায় দৌলতখান থানায় উভয়পক্ষ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু কালাম জানান, তার স্ত্রী মনোয়ারা, ছেলে শজীব,শরীফ ও শালক রিয়াজ প্রায় তাকে মারধর করতো। ঘটনার দিন সোমবার মাগরিবের নামাজ শেষে বাড়িতে ফিরলে তাকে ঘরের এককক্ষে আবদ্ধ করে রেখে রাতভর বেধড়ক মারধর করে। এতে করে তার দুটি দাঁত ভেঙে যায়। খবর পেয়ে স্বজনরা মঙ্গলবার ফজরের নামাজ শেষে তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে এনে ভর্তী করান। কেন আপনাকে মারধর করলো? সাংবাদিকদের এমন প্রশ্নে মিঃ আবু কালাম জানান, দীর্ঘদিন যাবত আমার স্ত্রী মনোয়ারা, ছেলে শজীব,শরীফ ও শালক রিয়াজ বলেন, তাদের নামে সম্পত্তি ও বসতঘর লিখে দিতে। আমি লিখে দিতে রাজি ছিলাম না। সেজন্যেই আমার ওপর এরকম নির্যাতন করতো। স্থানীয়রা জানান, আবু কালাম অত্যন্ত ভালো লোক। তাকে এভাবে রাতভর মারধর করার বিষয়টি খুবই দুঃখজনক। অন্যদিকে মনোয়ারা জানান, আমরা কাউকে কোন মারধর করেনি। আমার স্বামী আবু কালাম আমাদের বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছে। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান জানান, এঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ে করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এইচএস |