For English Version
মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
হোম

মেঘনার করাল গ্রাসে বিলীন মদনপুরের বিভিন্ন এলাকা

Published : Wednesday, 23 September, 2020 at 2:01 PM Count : 640

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন মধ্য মেঘনায় অবস্থিত। সেখানকার বসবাসকারীরা মানবেতর জীবনযাপন করছে। মেঘনার ভাঙ্গণের ফলে দিশেহারা হয়ে পড়েছে অনেক পরিবার।

মদনপুর ইউনিয়নের ৪, ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডগুলো ভেঙ্গে অনেকটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব ওয়ার্ডে প্রায় ৪ হাজার মানুষ বসবাস করতো। অস্বাভাবিক জোয়ারের পানি ও নদী ভাঙ্গণের সঙ্গে লড়াই করে তাদের বসবাস।

ভোলার দ্বীপ থেকে মদনপুর ইউনিয়নে নদীপথে যাতায়াতে একমাত্র মাধ্যম হলো ইঞ্জিনচালিত নৌকা। নৌকা দিয়ে যাতায়েত করতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। 

সরেজিমনে গিয়ে দেখা গেছে, রাস্তা-ঘাট ও ব্রীজ ভেঙ্গে পড়েছে। ভাঙ্গা ব্রীজের ওপর সাঁকো তৈরি চলাচল করছেন এলাকাবাসী। রাস্তা ভেঙ্গে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চরবাসীরা জানান, প্রথমে অস্বাভাবিক জোয়ারের পানির রেশ কাটাতে না কাটাতেই আবারও জোয়ারের পানিতে নিঃস্ব হয়ে গেছেন তারা। শুকনো মৌসুমে উত্তপ্ত বালুর সঙ্গে যুদ্ধ করে তাদের জীবন-জীবিকা নির্বাহ করতে হয়। আর বর্ষা এলে স্ত্রী সন্তানদের নিয়ে জোয়ারের পানিতে কচুরিপানার মতো ভেসে বেড়াতে হয়। 

রহিমা বেগম বলেন, 'দীর্ঘদিন ধরে মদনপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বসবাস করেছি। হঠাৎ মেঘনার ভাঙ্গণের ফলে পরিবারসহ অন্য ওয়ার্ডে বসবাস করছি। তাও রাত পোয়ালে ঝামেলার শেষ নেই। বর্তমানে যে ওয়ার্ডে বসবাস করছি সেখানের লোকজন আমাদের বলে আমরা না কি বহিরাগত। গবাদী পশু লালন-পালনের ক্ষেত্রে পোহাতে হয় নানা সমস্যা। এটার একটা স্থায়ীয় সমাধান হওয়া দরকার।'

ইয়াছমিন বেগম বলেন, 'পূর্বে আমি ৫ নং ওয়ার্ডে বসবাস করেছি। সেখানে আমরা অনেক সুখে-শান্তিতে বসবাস করতে পেরেছি। মেঘনায় ভেঙ্গে যাওয়ার ফলে বর্তমানে ৬ নং ওয়ার্ডে বসবাস করছি। এখানে হাঁস-মুরগী লালন-পালন করতে অনেক কষ্ট হচ্ছে আমার। এর একটা স্থায়ী সমাধান হলে আমরা অনেক উপকৃত হবো।'

৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক দৌলত বলেন, 'রাক্ষুসী মেঘনার করাল গ্রাসে আমার ওয়ার্ডের ৯৫ ভাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর আগে অনেক শান্তিতে বসবাস করেছিলো ওয়ার্ডবাসী। মেঘনায় ভেঙ্গে যাওয়ার ফলে আমার ওয়ার্ডের লোকজন বিভিন্ন ওয়ার্ডে চলে যায়। এতে করে ওই সমস্ত ওয়ার্ডের মানুষদের সঙ্গে প্রায়ই ঝগড়ার সৃষ্টি হয়। আমার ওয়ার্ড ভেঙ্গে যাওয়ার ফলে আমি ৬ নং ওয়ার্ডে এসে বসবাস করছি। ৬ নং ওয়ার্ডের লোকজনের সঙ্গে প্রায়ই ঝামেলা পোহাতে হয়। আমার ক্ষেত্রে এ রকম হলে অন্যদের সঙ্গে কি রকম হবে?'
 
তিনি আরও বলেন, 'ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মিজানুর রহমানের মাধ্যমে আমার ওয়ার্ডটি ভাগ করে পূর্ব-পশ্চিমে দিলে আমার বাড়িসহ অনেকের বাড়ি ৫ নং ওয়ার্ডে নতুন করে গড়তে পারবে। এতে করে সকলে শান্তিতে বসবাস করতে পারবে।'

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জিয়াবুন নেছার স্বামী জাহাঙ্গীর সরকার বলেন, 'আমাদের বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গণ। ভেঙ্গে যাওয়ার কারণে লোকজন বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বসবাস করছে। সেখানে প্রায়ই ঝগড়া বিবাধের সৃষ্টি হচ্ছে। তাছাড়া রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় চলাচল করতে আমাদের বিঘ্ন ঘটে। কোন মানুষ অসুস্থ হলে তাদের আনা নেওয়া করতে বিরাট সমস্যা হচ্ছে।'

ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'ওয়ার্ড ভাঙ্গার বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

উপজেলা এলজিইডি'র প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান বলেন, 'অস্বাভাবিক জোয়ারের পানিতে মদনপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ব্রীজ, কালভার্ট ও সড়কগুলোর তালিকা করে আমাদের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। ডিপিপি অন্তর্ভূক্ত হয়ে গেলে পরবর্তীতে আমরা মেরামতের কাজ শুরু করবো।'

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft