For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

মেঘনা উপকূলের দুস্থদের স্বাস্থ্যসেবায় বিদ্যানন্দের ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’

Published : Thursday, 17 September, 2020 at 12:13 AM Count : 259

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা উপকূলের দুস্থ ও অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’। 

বুধবার সকালে মেঘনা নদীর উপজেলার নাছিরগঞ্জ এলাকায় ভাসমান হাসপাতালটি নোঙ্গর করে গরীব-অসহায় মানুষদের বিনামূল্যের এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করে। কমলনগর ও রামগতি উপজেলার মেঘনা তীরবর্তী বিভিন্ন এলাকায় এ সেবা কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানা গেছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ‘জীবন খেয়া’ নামে ভাসমান এ হাসপাতালটির মাধ্যমে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি উপকূলীয় এলাকা ও চরাঞ্চলের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এ কার্যক্রমের অংশ হিসেবে কমলনগর উপজেলার উপকূলীয় এলাকায় এ সেবা চলছে। এর মাধ্যমে কোস্টগার্ডের সহযোগিতায় আগামী চারদিন কমলনগর এবং পাঁচদিন রামগতি উপজেলার মেঘনা তীরবর্তী বিভিন্ন এলাকায় সেবা প্রদান করা হবে। ভাসমান এ হাসপাতালে মেডিসিন, গাইনী, নাক-কান-গলা ও ডেন্টাল ইউনিটের চিকিৎসক ও সেবিকাসহ ২৫ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। এ হাসপাতালের রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি বিনমূল্যে ওষুধও প্রদান করা হচ্ছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ফারুক আহম্মেদ বলেন, আর্থিক দৈন্যতাসহ বিভিন্ন কারণে উপকূলীয় অঞ্চলের দুস্থ ও অসহায় মানুষদের ঠিকমতো শারীরিক চিকিৎসা করা সম্ভব হয়ে উঠে না। অসহায় এসব মানুষদের জীবন-মানের দিকে বিবেচনা করে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিৎ করার লক্ষে আমাদের এ প্রচেষ্টা।  
এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft