মাদক সেবনে নিষেধ করায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম |
![]() মাদক সেবন করতে নিষেধ করায় গোপালগঞ্জের কাশিয়ানীতে আবুল বসার সিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে মাদক সেবীরা। আহত ব্যক্তি ওই এলাকার টিপু সিকদারের ছেলে। তিনি খুলনায় একটি জুট মিলে চাকুরি করেন। শনিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, এলাকার কিছু চিহ্নিত মাদক সেবীকে মাদক সেবন করতে নিষেধ করেন আবুল বসার। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা তাকে ধরে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সনজিৎ ধর জানিয়েছেন, দুপুর ১২ টার দিকে আবুল বসার সিকদার নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান জানিয়েছেন, এমন একটি ঘটনা তিনি শুনেছেন। বিষয়টি জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এমএইচ/এইচএস |