১৫ আগস্ট, ২০২০ |
![]() ![]() মেষ (২১ মার্চ -২০ এপ্রিল) নতুন কাজের যোগাযোগ আসবে। ভ্রাতৃস্থানীয় ব্যক্তির সাহায্য পাবেন। ব্যবসায়ীদের ব্যবসায় প্রসার লাভ। মানসিক স্থিরতা নষ্ট করবেন না। প্রকৃতির শুভ প্রভাবে কল্যাণ হবে। ![]() বৃষ (২১ এপ্রিল -২০ মে) অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায় ভালো কিছু ঘটবে। কর্মক্ষেত্র নিয়ন্ত্রণে থাকবে। বন্ধুর সমস্যায় চিন্তা। থেমে থাকা কাজের অগ্রগতি। কোথাও ঘুরতে যেতে পারেন। রোমান্স শুভ। ![]() মিথুন (২২ মে-২১ জুন) ভালো কোনো পরিবর্তন আসতে পারে। কাজে উন্নতির যোগ প্রবল। মানসিক চাপ কিছুটা কমবে। অবসাদে ভুগলেও দিনের শেষে উত্ফুল্ল থাকবেন। গৃহপরিবেশ অনুকূলে থাকবে। ![]() কর্কট (২২ জুন-২২ জুলাই) উদাসীনতায় কাজের ব্যাঘাত ঘটবে। ব্যয়চাপ থাকবে। সঠিক বুদ্ধির অভাবে সুযোগ কাজে নাও লাগতে পারে। অতীতের ঘটনা মনের ওপর চাপ সৃষ্টি করবে। প্রার্থনায় শান্তি পাবেন। ![]() সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) কোনো আশা পূরণের সুযোগ আসতে পারে। ব্যবসায় উন্নতির যোগ। মানসিক শক্তি বাড়বে। পুরনো সম্পর্ক নবায়ন হতে পারে। বিতর্ক এড়িয়ে চলুন। আনন্দে থাকুন। ![]() কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ বাড়বে। কোনো শুভ সংবাদে মন প্রফুল্ল থাকবে। ব্যাবসায়িক বকেয়া আদায়ে সচেষ্ট হতে পারেন। স্বার্থের পরিপন্থীতে কারো অনুরোধ রক্ষা করবেন না।![]() তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর) কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ব্যবসায় কিছু পরিবর্তনের কথা ভাবতে পারেন। নতুন যোগাযোগ অর্থাগমের পথ দেখাবে। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।![]() বৃশ্চিক (২৪ অক্টোবর- ২২ নভেম্বর) পরিবেশ আনন্দের ইঙ্গিত বহন করলেও আর্থিক চাপ থাকবে। ঘনিষ্ঠ কারো জন্য দুশ্চিন্তা হবে। অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগান। ![]() ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর) যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতি। ব্যবসায় জটিলতা দূর হবে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। অসুস্থরা সতর্ক থাকবেন। ভিড় ও জনসমাগম এড়িয়ে চলুন। ![]() মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি) সামান্য মানসিক চাপ থাকলেও অন্যান্য পরিবেশ অনুকূলে থাকবে। কারো সঙ্গে মতান্তর ঘটবে। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ। বিক্ষিপ্তভাবে কাজ না করে সময়ের সদ্ব্যবহার করুন। ![]() কুম্ভ (২২ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) নিজের প্রচেষ্টায় স্বীকৃতি পাবেন। মনের উত্সাহ দৃঢ়তর হবে। কোনো বন্ধু সহযোগিতার হাত বাড়াতে পারে। পারিপার্শ্বিক পরিবেশ পক্ষে থাকবে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।![]() মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) আপনার কাজ অন্যের মনে ছাপ ফেলবে। বৈষয়িক চিন্তা সৃজনশীল বুদ্ধিবৃত্তিকে নষ্ট করতে পারে। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে। সময় আনন্দে কাটুক।আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ্য থাকুন। |