For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

আ'লীগের কার্যালয়ে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Published : Friday, 14 August, 2020 at 11:36 AM Count : 535

দিনাজপুরের হাকিমপুরে অস্থায়ী আওয়ামী লীগের কার্যালয়ে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হিলি থানা মোড় শহিদুল ইসলামের বাসায় অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাবেক হাকিমপুর পৌর মেয়র কামাল হোসেন রাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শাদো, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম ডাবলু প্রমূখ।

লিখিত বক্তব্যে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক মাসব্যাপী ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসটি উদযাপন হবে। এ উপলক্ষে গত ৯ অগাষ্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রের আলোকে আওয়ামী লীগের উপজেলা সংগঠনিক প্রধান হিসেবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১১ অগাষ্ট থানা রোড অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পত্রটি পাঠ করে শোনাই এবং তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ জানাই।
উপস্থিত সকল নেতৃবৃন্দ সভাপতিকে গত ১ বছর যাবৎ আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় ভেঙে ফেলায় তা নির্মিত না হওয়ার কারণ জানতে চায়। অদ্যাবধি দলীয় কার্যালয় না থাকায় জাতীয় শোক দিবসের কর্মসূচি কোথায় পালিত হবে? সে পরিপ্রেক্ষিতে আমি উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে হিলি-ঘোড়াঘাট রোডের থানা মোড়ে অস্থায়ী দলীয় কার্যালয়ে শোক দিবসের যাবতীয় কার্যক্রম পালন করার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানাই। 

যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের লক্ষ্যে আমি সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দের সর্ব সম্মতিক্রমে অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক ও নুরুল ইসলাম ডাবলুকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট জাতীয় শোক দিবস উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ককে ১৩ অগাষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নিয়ম-নীতির মাধ্যমে দলীয় কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি সভা আহ্বানের জন্য নির্দেশ প্রদান করি। সেই সিদ্ধান্তের আলোকে ১৩ অগাষ্ট বিকেল ৪টায় সভা চলাকালীন সময় আকষ্মিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা এবং পৌর মেয়র জামিল হোসেন চলন্তের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন ভাড়াটে সন্ত্রাসী শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত নেতৃবৃন্দের ওপরে হামলা করে দলীয় সাইন বোর্ড ভাংচুর, পদদলিত করে সাইন বোর্ডটি নিয়ে চলে যায়।

যাবার সময় বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। এ সময় উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালদাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদৎ শাদোকে সভাকক্ষের সামনে চড়াও হয়ে মারধর করে এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। এ ঘটনায় ওইদিন রাতেই হাকিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার আমি তীব্র প্রতিবাদ, নিন্দা জানাই। সেই সঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখছি।

হাকিমপুর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন সাংবাদিকদের বলেন, আমাদের সিপি রোডস্থ দলীয় কার্যালয়টি সংস্কারের জন্য ভেঙ্গে ফেলায় হিলি বাজারে অস্থায়ী ভাবে একটি কার্যালয় ব্যবহার করা হচ্ছে। তারপরও দলীয় কোন সিদ্ধান্ত ছাড়াই থানা রোডে আরও একটি অস্থায়ী কার্যালয়ের সাইনবোর্ড তুলে অফিস করার চেষ্টা করলে দলীয় নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছেন। তবে কোন মারপিটের ঘটনা ঘটেনি। 

-জিএমআরএম/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft