হাওরে ঘুরতে এসে লাশ হলেন ১৭ জন |
![]() নেত্রকোণার মদন উপজেলার উচিতপুরের হাওরে নৌকাডুবির ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দু'জন। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মদনের উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) নামে দুই বোনের নাম জানা গেছে। তারা ময়মনসিংহের চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। স্থানীয় কয়েজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে গেছে, ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা বুধবার দুপুর ১টার দিকে মদনের উচিতপুর এলাকায় হাওর ভ্রমণে আসে। তারা একটি ট্রলারে করে উচিতপুর থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিলেন। এ সময় রাজালিকান্দা এলাকায় প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। পরে স্থানীয় দমকল বাহিনী ও পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেয়। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ তালুকদার বিকেল ৩টার দিকে ঘটনাস্থল থেকে জানান, এ পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন শিশু শিক্ষার্থী রয়েছে। বাকিরা পুরুষ। এছাড়া আরও দু'জন নিখোঁজ রয়েছেন। তিনি আরও জানান, ট্রলারটিতে মোট ৪৮ জন যাত্রী ছিল। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। -এসআইএফ/এমএ |