পানিতে ডুবে শিশুর মৃত্যু |
![]() বুধবার বেলা ১১টায় উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা গ্রামের মিলিটারি বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আশ্রাদুল (৬) ওই বাড়ির আক্তারের ছেলে। স্বজনরা জানান, সকালে শিশু আশ্রাদুলের মা আখিঁ বেগম ঘরে রান্নার কাজ করছিলেন। এ সময় শিশু আশ্রাদুল খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা পানিতে আশ্রাদুলকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৌলতখান হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডা. পিয়াস কান্তি সাহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু আশ্রাদুলের মৃত্যু হয়েছে। -এমএম/এমএ |