For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

সিরাজগঞ্জে চামড়ায় বিপর্যয় লোকসানে ব্যবসায়ীরা

Published : Monday, 3 August, 2020 at 7:40 PM Count : 643

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকাতে ৩৫ থেকে ৪০ টাকা ও ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ দেয় সরকার।  গত বছর এ দাম ছিল যথাক্রমে ৪৫ থেকে ৫০ টাকা ও ৩৫ থেকে ৪০ টাকা।  সে হিসেবে দাম কমেছে ঢাকায় ১০ টাকা ও ঢাকার বাইরে ৮ টাকা।  কিন্ত এবছর  সিরাজগঞ্জে চামড়া কেনায় অনীহা স্থানীয় ব্যবসায়ীদের।  এ কারণে মাঠপর্যায়ের চামড়া সংগ্রহকারীরা পড়েছেন বিপাকে।  ছাগলের চামড়া বিক্রি হয়েছে ৪০-৫০টাকায় আর গরুর চামড়া২০০ -২৫০টাকা।  নূন্যতম  দাম না পাওয়ায় অনেকে চামড়া ফেলে দিয়েছেন। 

সোমবার (৩ আগস্ট) দুপুরে সদরের চামড়া পট্টিতে বস্তায় এবং বস্তা ছাড়া শতশত পিস চামড়া পড়ে থাকতে দেখা যায়।  অর্থ সংকটে সাধ্যের বাইরে চামড়া সংগ্রহ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 এদিকে গত বছরের তুলনায় সিরাজগঞ্জে এখন পর্যন্ত অর্ধেকেরও কম পশুর চামড়া সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত এ বছর চামড়া সংগ্রহ গত বছরের অর্ধেক হবে বলে জানায় ব্যবসায়ী সমিতি।

স্থানীয়রা জানান, ষাড়ের চামড়া তারা বিক্রি করেছেন মাত্র ২০০-২৫০ টাকায় আবার কেউ ২০০ টাকায়ও। আর খাসির চামড়া বিক্রি হচ্ছে মাত্র ১০-২০ টাকায়।  ছাগলের চামড়া কেও কেও নিতেই চাচ্ছে না। 
 সলংগা বাজারের মৌসুমী চামড়া ব্যবসায়ী কোরবান আলী জানালেন,তিনি ২৫টি গরুর চামড়া সংগ্রহ করেছেন। প্রতিটি ২৫০-৩০০ টাকায় ক্রয় করেছেন কিন্ত আড়তদাররা দাম বলছেন ২শ’টাকা করে। ছাগলের চামড়া কেও কেও নিতেই চাচ্ছেন না।

সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলার  হানিফ সরকার বলেন, তিনি ৫টি গরুর চামড়া ১৫শ’ টাকায় ক্রয় করেছিলেন। ভাড়া দিয়ে খরচ পড়ে ১৭শ’ টাকা। বিক্রির জন্য আড়তে আনলে তারা ক্রয়ে অনিহা দেখায় শেষ পর্যন্ত ১ হাজার টাকায় বিক্রি করতে হয়। তিনি বলেন চরের আনেক মানুষ দাম কম থাকায় চামড়া ফেলে দিয়েছেন।
সুত্র জানায় জেলায় চামড়া ব্যবসায়ী রয়েছেন ২১৩জন। জেলা সদরে চামড়াপট্টি,হাটিকুমরুল(সিরাজগঞ্জ রোড) ও ধানঘড়া সহ জেলার বিভিন্ন আড়তে প্রতিবছর প্রায় সোয়া লাখ গরু ছাগলের চামড়া সংগ্রহ করা হয়। কিন্ত এবছর সংগ্রহ করা হয়েছে মাত্র ৪০হাজার চামড়া। এর মধ্যে ৩০হাজার গরু এবং ১০হাজার ছাগলের চামড়া রয়েছে।

সিরাজগঞ্জ চামড়া ব্যবসায়ী কল্যান সংস্থার কোষাধ্যক্ষ মো. ইউসূফ বলেন, চামড়া ক্রয় করে বিক্রির নিশ্চয়তা নেই।  গত বছর থেকে ব্যবসায়ীরা লোকসানে রয়েছেন। ঢাকার ট্যানারি মালিকরা আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে।  তাদের কাছে সিরাজগঞ্জ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা পাওনা রয়েছে।  প্রতিবছর ৫-৬ হাজার পিস চামড়া সংগ্রহ করলেও এবার মাত্র ৫শ’ পিস সংগ্রহ করেছেন। 

তিনি আরোবলেন, স্থানীয় ব্যবসায়ীরা টাকা পাবে আড়তদারদের কাছে, আড়তদাররা পাবে ট্যানারি মালিকদের কাছে।  কিন্ত কেও টাকা দিচ্ছেন না আর সেই টাকা না পেয়ে ঋণদফায় জর্জরিত হয়ে অনেকেই ব্যবসা ছেড়ে  চলে গেছেন।  তিনি আরোবলেন জেলার ২১৩ জন ব্যবসায়ীর মধ্যে এবার অর্ধেকেরও কম ব্যবসায়ী চামড়া সংগ্রহ করছেন। 

সিরাজগঞ্জ চামড়া ব্যবসায়ী কল্যান সংস্থার সভাপতি আমিনুল ইসলাম বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই চামড়া নগদ টাকায় সংগ্রহ করতে হয় আমাদের।  তাছাড়া প্রতিটি গরুর চামড়া ঢাকায় পাঠানোর জন্য লবণ দিয়ে প্রক্রিয়াজাত করতে তিনশ’ টাকা খরচ হয়ে যায়। কিন্তু আমরা চামড়া ঢাকায় পাঠানোর পর টাকা আটকে যাচ্ছে।  গত বছর ৪০ হাজার পিস চামড়া ক্রয় করেছিলাম এবার মাত্র ১৫ হাজার পিস সংগ্রহ করেছি।

ঢাকার ব্যবসায়ীদের  কাছে সিরাজগঞ্জ ব্যবসায়ীদের প্রায় ২শ’ কোটি টাকা পাওনা রয়েছে।  বার বার তাগাদা দেয়া হলেও পাওনা টাকা দিচ্ছেন না।  আর্থিক সংকটের কারণে আমরা প্রয়োজনীয় চামড়া ক্রয় করতে পারছি না।  এ কারণে আমাদের পাঠ পর্যায়ের ব্যবসায়ীরা খারাপ অবস্থায় আছেন।  এছাড়া যে চামড়া ক্রয় করেছি সেটাও কোথায় কার কাছে বিক্রি করবো টাকা পাবো কিনা নানান চিন্তায় আছি।

তিনি আরো বলেন, এ বছর সরকার সাড়ে ৫শ’ থেকে ৬শ’ কোটি টাকা ঋণ দিয়েছে।  সে ঋণ কাকে দিয়েছে কাকে দেয়নি, তা আমরা জানি না।  কিন্তু ট্যানারি মালিকরা কেউ কেউ বলছেন তাদের ঋণ দেওয়া হয়নি।  যার কারণে তারা আমাদের পাওনা টাকা দিতে পারছেন না।  এমন কথা বলছেন।

এবি/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft