For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

রাজশাহী অঞ্চলে ১২ হাজার ছাড়ালো করেনা শনাক্ত, মৃত্যু ১৬৫

Published : Tuesday, 28 July, 2020 at 6:48 PM Count : 382

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ২১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন রাজশাহীতে ১১৫ জন, নওগাঁয় একজন, নাটোরে ৮ জন, জয়পুরহাটে ২ জন, বগুড়ায় ৭১ জন, সিরাজগঞ্জে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

একই সময় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৫১ জন। এছাড়াও এ দিনে রাজশাহীতে একজন, চাপাইনবাবগঞ্জে একজন ও বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৯ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৬৫ জন এবং সুস্থ্য হয়েছেন ৬ হাজার ১৯২ জন।  দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ৬২৬ জন। এছাড়াও রাজশাহী জেলায় ২ হাজার ৮৬৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪১৬ জন, নওগাঁয় ৯২২ জন, নাটোরে ৪০৫ জন, জয়পুরহাটে ৬৬৭ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৩১৫ জন ও পাবনায় ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মৃতের সংখ্যা ১৬৫ জন। এর মধ্যে রাজশাহীতে ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫ জন, নওগাঁয় ১৩ জন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ১০১ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬ হাজার ১৯২ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ১১০৭, চাঁপাইনবাবগঞ্জে ১৯৪ জন, নওগাঁয় ৬৯৫ জন, নাটোরে ২১২ জন, জয়পুরহাট ২০০ জন, বগুড়ায় ২ হাজার ৯৯৬ জন, সিরাজগঞ্জ ৩৯১ জন ও পাবনায় ৩৯৭ জন।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। এছাড়াও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। তবেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

আরএইচ/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft