বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ২ ব্যবসায়ীর মুত্যু |
![]() এরমধ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আবদুল হান্নান (৬০) নামে এক ব্যবসায়ী মারা যান। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম বলেন, করোনা পজিটিভ শনাক্ত ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে ১৩ জুলাই হাসপাতালে ভর্তি হন। ১৪ জুলাই দ্বিতীয় দফা নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। সেখানেও তিনি পজিটিভ শনাক্ত হন। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। এদিকে বুধবার সন্ধ্যা সাতটার দিকে করোনায় আক্রান্ত হয়ে বাইসাইকেলের যন্ত্রাংশের দোকানি অর্জুন সাহা (৩৮) মারা যান। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার মানিকচক শাহপাড়া গ্রামে। আবদুর রহিম ওই রোগী শ্বাসকষ্ট, কাশিসহ করোনার নানা উপসর্গ দেখা দিলে টিএমএসএস মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষার নমুনা দেন। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর ৩ জুলাই টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। ১৪ জুলাই দ্বিতীয় দফা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার প্রতিবেদনে ১৫ জুলাই তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক দল স্বাস্থ্যবিধি ও ধর্মীয়বিধান মেনে মরদেহ সৎকারের ব্যবস্থা করেছে। এ/এসআর |