For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বেহাল দশা

Published : Wednesday, 15 July, 2020 at 4:16 PM Count : 497

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এতে করে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

জানা যায়, হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের সংযোগ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কটি শুরু হয়েছে। সড়কের পশ্চিম সীমানা পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্সেস রিসার্চ এন্ড বিশ্ববিদ্যালয়ের ফার্ম বেইজড ক্যাম্পাস, সরকারি ডেইরি ফার্ম, সরকারি ছাগল খামার, কৃষি গবেষণা কেন্দ্র, আদর্শ গ্রাম, গুচ্ছ গ্রাম, আলিপুর, আলমপুর, চন্দ্রপুর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকায় লোকজনের চলাচলের সহজ মাধ্যম সড়কটি।

পৌরসভা সদরে সড়কের অবস্থান হওয়ায় ওইসব এলাকায় স্থায়ী বাসিন্দা ছাড়াও অসংখ্য মানুষ বাসা ভাড়া করে বসবাস করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন হাটহাজারী ছাড়াও পার্শ্ববর্তী রাউজান ও ফটিকছড়ি উপজেলা এবং সিটি কর্পোরেশেনের ১ নং পাহাড়তলী ওয়ার্ডের অসংখ্য লোকজন চিকিৎসা সেবা গ্রহণ করতে আসেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে চিকিৎসা সেবা গ্রহণ করতে আসা রোগী ও এ সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে গর্ভবতী নারী ও হৃদরোগীদের আরও বেশি কষ্ট পোহাতে হয়।

তাছাড়া সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ায় অনেক সময় রোগী বহনকারী গাড়িগুলোর যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। এ সড়ক দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় সড়কের গর্তে জমে থাকা ময়লা পানিতে কাপড়নষ্ট হয়ে যায়। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি জনস্বার্থে অবিলম্বে সংস্কার, মেরামত ও উন্নয়নের দাবি ভুক্তভোগীদের। 
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী নুরুল বশর চৌধুরী বলেন, হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। অবিলম্বে সড়কটি সংস্কার করা না হলে এখানে সেবা নিতে আসা রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম ইমতিয়াজ হোসাইনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি সড়কটি সংস্কার মেরামত উন্নয়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের কাছে লিখিত ভাবে আবেদন করবেন বলে জানান।

পৌরসভার সহকারী প্রকৌশলী বেলাল আহম্মদ খাঁন বলেন, 'স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কের নাজুক অবস্থার কথা শুনে তিনি কয়েকদিন আগে সড়কটি পরিদর্শন করেছেন। বৃষ্টির প্রকোপ কমে গেলে জরুরীভিত্তিতে সড়কটি সংস্কার ও মেরামত করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন বলেন, 'উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কটি বর্ষার পরে সংস্কার মেরামত ও উন্নয়ন কাজ শুরু করা হবে।'

উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেন, 'উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের নাজুক অবস্থার কথা তাকে কেউ জানায়নি। তবে বিষয়টি তাকে অবহিত করা হলে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft