For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

গোপালগঞ্জে দুই চিকিৎসকসহ ৩৭ জনের করোনা শনাক্ত

Published : Tuesday, 14 July, 2020 at 1:52 PM Count : 226

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে দু'জনের মৃত্যু ও দুই চিকিৎসকসহ ৩৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৯ ও আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৯ জনে দাঁড়িয়েছে। 

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ১৩ জন, টুঙ্গীপাড়ায় ৩, কোটালীপাড়ায় ৭, কাশিয়ানী ৮ ও মুকসুদপুর উপজেলায় রয়েছেন ৬ জন। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
তিনি আরও জানান, মোট আক্রান্ত ১ হাজার ৬৯ জনের মধ্যে জেলা সদরে ৩২৫, টুঙ্গিপাড়ায় ১৭৪, কোটালীপাড়ায় ১৬৪, মুকসুদপুরে ২০৯ ও কাশিয়ানী উপজেলায় ১৯৭ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৬৭ জন ও অন্য ৩৮৩ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। মৃত ১৯ জনের মধ্যে জেলা সদরে ৬, টুঙ্গিপাড়ায় ৪, কোটালীপাড়ায় ১, কাশিয়ানীতে ৩ ও মুকসুদপুর উপজেলায় ৫ জন রয়েছেন। 

-এমএইচএম/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft