সাতক্ষীরা মেক্যিালে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু |
![]() মৃতের নাম হোসনে আরা খাতুন (৬০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরের আবুল হোসেনের স্ত্রী। বারুইহাটি গ্রামের সরফুদ্দিন গাজীর ছেলে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, শনিবার দিবাগত রাত ১২টা ১১ মিনিটে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন কলারোয়া উপজেলা সদরের বৃদ্ধা হোসনে আরা খাতুন। রোববার ভোর ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে নিহতের বাড়ি লক ডাউন করা হয়েছে। এমজেডআর/এইচএস |