For English Version
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
হোম

সেই বাংলাদেশির ভিসা বাতিল করল মালয়েশিয়া ইমিগ্রেশন

Published : Sunday, 12 July, 2020 at 1:20 PM Count : 339

আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় বাংলাদেশি রায়হান কবিরের ভিসা বাতিল করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক, তান শ্রী আবদুল হামিদ বদর তিনি জানিয়েছেন, মোঃ রায়হান কবিরের ওয়ার্ক পারমিট (ভিসা) বাতিল করেছে ইমিগ্রেশন বিভাগ। সুতরাং, তাকে তার নিজ দেশে ফেরত পাঠানোর আগে আত্মসমর্পণ করতে হবে।

গত ৩ জুলাই আল জাজিরা মালয়েশিযার লকডাউনে লকড আপ শিরোনামের একটি ডকুমেন্টারিতে দাবি করা হয়েছিল কোভিড -১৯ সংক্রমনরোধে পরিচালনার ক্ষেত্রে বিদেশীদের সাথে বৈষম্য করা হয়েছে।

এর আগে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) মোঃ রায়হান কবির নামে বাংলাদেশিকে খুঁজে বের করার জন্য জনসাধারণের সহায়তা চেয়ে একটি নোটিশ জারি করেছিল দেশটির অভিবাসন বিভাগ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা টেলিভিশনকে দেওয়া তার সাক্ষাৎকারের বিষয়ে দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারায় তদন্তে সহযোগিতা করার জন্য নোটিশে উল্লেখ করা হয়। নোটিশ জারিরপর মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করে।
এবিষয়ে দেশটিতে অবস্থান করা বাংলাদেশিদের উদ্বেগের বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চাইলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনার শহীদুল ইসলাম ডয়চে ভেলেকে এক সাক্ষাতকারে বলেন, ‘উদ্বেগের কোন কারণ নেই। যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তাদের ভিসা রিনিউ করা হবে। এমনকি যারা ডিটেনশন ক্যাম্পে আছেন তাদেরও নতুন কোম্পানিতে চাকরি দেওয়া হবে। আবার যারা করোনার কারণে বাংলাদেশে আটকা পড়েছেন তারাও যেতে পারবেন। মালয়েশিয়ার সরকারের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।’

রায়হান কবিরের সুরক্ষার বিষয়ে জানতে চাওয়া হলে ডয়চে ভেলেকে হাইকমিশনার বলেন, “কূটনৈতিক রীতি-নীতির আওতায় যা করা দরকার দূতাবাস তা করবে।”

এএম/এইচএস


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft