For English Version
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
হোম

বাউফলে এডিপির প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

Published : Saturday, 11 July, 2020 at 6:35 PM Count : 636

পটুয়াখালীর বাউফলে  বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।  কাজ না করেই কয়েকটি প্রকল্পের নামে বরাদ্দকৃত অর্থ তুলে নেয়া হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়,  বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় (এডিপি) ১ কোটি ৪ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে উপজেলায় ৪৯টি প্যাকেজ প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহবান করা হয়। এর মধ্যে ১১ নম্বর গ্রুপের প্যাকেজের বাউফল সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলবিলাস গ্রামের মোবারক মোল্লা বাড়ি থেকে রাজা বাড়ি অভিমুখে একটি মাটির রাস্তায় সলিং করা হয়। মেসার্স মদিনা এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি করেন। ২০ জুন শত ভাগ কাজ দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হয়েছে। 

অভিযোগ রয়েছে, সলিং করার পর এক মাস যেতে না যেতেই রাস্তার ইট কাদামাটির সাথে মিলিয়ে গেছে। অতি নিম্মমানের ইট দিয়ে রাস্তাটি সলিং করা হয়। একই প্যাকেজে গোসিংগা জনৈক সুমনের বাড়ির সামনে একটি টিউবওয়েল, বাউফল হাসপাতালে একটি হোন্ডা জেনারেটর ও বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বাস ভবন মেরামত কাজ রয়েছে। 

সরেজমিন দেখা গেছে, গরিব ও দুস্থ পরিবারের জন্য সুমনের বাড়ির সামনে টিউবওয়েলটি বসানোর কথা থাকলেও তা বসানো হয়েছে সুমনের ঘরের পিছনে। অথচ তার বাড়ির সামনে একটি টিউবওয়েল রয়েছে। বাউফল হাসপাতালে হোন্ডা জেনারেটরের পরিবর্তে দেয়া হয়েছে কম মূল্যের অন্য  ব্রান্ডের একটি জেনারেটর। আদর্শ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষকের বাস ভবনটি গত ফেব্রুয়ারি মাসে  সহকারী প্রধান শিক্ষক ১ লাখ ৭০ হাজার টাকা ব্যায়ে মেরামত করে পরিবার নিয়ে বসবাস করছেন। অথচ ওই বাস ভবন মেরামত দেখিয়ে বিল উত্তোলন করে নেয়া হয়েছে। সহকারী প্রধান শিক্ষক আবু হানিফ জানান, তিনি ব্যক্তিগত খরচে  প্রধান শিক্ষকের বাসভবনটি মেরামত করেছেন। একদিন  লিংকন নামের এক ব্যক্তি তার বাসায় এসে মেরামত বাবদ ৫০ হাজার টাকা দেয়ার কথা বললেও তা এখন পর্যন্ত দেয়া হয়নি। এই গ্রুপের প্যকেজে ৩ লাখ ২৭ হাজার ৭০০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।  
কালিশুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রহমার সরদারের বাড়ি সামনে আয়রন ব্রিজটি গত ফেব্রুয়ারি মাসে মেরামত করা হলেও এডিপি প্রকল্পের আওতায়  নতুন করে প্রকল্প দেখিয়ে ইজি এন্টার প্রাইজের নামে ৩ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করে নেয়া হয়েছে। অথচ এই বরাদ্দ দিয়ে ব্রিজের কোন মেরামত কাজ করা হয়নি। একই  ইউনিয়নের আরও কয়েকটি ব্রিজ মেরামতের নামে অর্থ তুলে নেয়া হয়েছে। 

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপির) আওতায় গত ৩০ জুনের মধ্যে  (২০১৯-২০২০ অর্থ বছর) ওই সব প্রকল্পের প্যাকেজের কাজগুলো শেষ করে ঠিকাদারদের বিল পরিশোধ করার কথা। কোন ঠিকাদার নিদৃষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে ওই প্রকল্পের অনুকুলে বরাদ্দকৃত সমুদয় অর্থ ফেরৎ পাঠানোর কথা। গত ৮, ৯ ও ১০ জুলাই সরেজমিন উল্লেখিত অধিকাংশ প্রকল্প  পরিদর্শন করে দেখা গেছে কাজ শেষ হয়নি। ১০ নম্বর গ্রুপের একটি প্যাকেজে মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের নুর হোসেন হাওলাদার বাড়ির সামনে মসজিদের পুকুরের ঘাটলা নির্মাণের কাজ চলছে। যেন তেন ভাবে কাজটি করা হচ্ছে। এ ভাবে অধিকাংশ প্রকল্পের কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান হোসেন বলেন,‘ যারা এখনও কাজ শেষ করতে পারেনি তাদের কাছ থেকে পে-অর্ডারের মাধ্যমে বিশেষ জামানত রাখা হয়েছে। কাজ শেষ হলে তাদেরকে বিল পরিশোধ করা হবে। ঠিকাদারদের কাছ থেকে বিশেষ জামানত রেখে জুন ফাইনালের  কাজ করানো যায় কিনা, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ি এ বিশেষ জামানত রাখা হয়েছে।’ তবে তিনি লিখিত কোন সিদ্বান্তের  প্রমাণ দেখাতে পারেননি। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সাংবাদিকদের বলেন, বিশেষ জামানত রেখে কাজ করার কোন বিধান  নেই । ৩০ জুনের মধ্যে কাজ শেষ না হলে বিধি অনুযায়ি টাকা ফেরৎ পাঠানোর কথা।’ তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া কথা জানান।  

এএস/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft