For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

সিরাজগঞ্জ জেলা আ.লীগ অফিসে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

Published : Thursday, 9 July, 2020 at 9:07 PM Count : 503

সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ অফিস তালাবদ্ধ এবং অফিসে নেতাকর্মিদের চলাচল সীমিত করা হয়েছে বলে জানা গেছে।  

বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং আওয়ামীলীগের বিবদমান উভয় পক্ষের সাথে অনানুষ্ঠানিক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন। তবে দলীয় সূত্র জানিয়েছে, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ অফিসে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে কেন্দ্র থেকে।  
এবিষয়ে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ জানান, সিরাজগঞ্জের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনিক নির্দেশনা রয়েছে। যার কারনে জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দকে ডেকে নিয়ে তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। তাদের বলা হয়েছে রাজনৈতিক হানাহানি বন্ধ করতে হবে। সিরাজগঞ্জের আইন শৃংখলা কোন ভাবেই অবনতি করা যাবে না এবং আওয়ামীলীগের সকল অঙ্গ ও যোগী সংগঠনের নেতৃবৃন্দদের সংযত হতে ও নিয়ন্ত্রনের জন্য বলা হয়েছে। তা না হলে আইন তার নিজস্বগতিতে চলবে বলেও তাদেও জানিয়ে দেয়া হয়েছে।

অফিস বন্ধ রাখার বিষয়টি তাদের একান্তই দলীয় সিদ্ধান্ত বলেও জানান তিনি।

পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, সিরাজগঞ্জের আইনশৃংখলা শান্তিপূর্ণ এবং উন্নতীর জন্য সবার আওয়ামীলীগ নেতৃবৃন্দ জেলাপ্রশাসন পুলিশ বিভাগ সহ সংশ্লিষ্ট সবার সম্মতিতে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ অফিসে নেতাকর্মিদের চলাচল সীমিত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুইউসূফ সুর্য্য বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে আমাদের জেলা আওয়ামীলীগ অফিস তালাবদ্ধ করতে বলা হয়েছে।

তিনি বলেন, ১৯৭১সালের পরে জেলা আওয়ামীলীগ অফিস বন্ধের এবং সেখানে কার্যক্রম বন্ধের এমন নির্দেশনা এলো। যা আমাদের জন্য লজ্জার।

তিনি অভিযোগ করে বলেন, এ পর্যন্ত ৭-৮টি সংঘর্ষের ঘটঁনা ঘটেছ্ আওয়ামীলীগের শীর্ষ পদে থাকা ব্যক্তিরা এর কোন সঠিক বিচার না করায় ছাত্র নেতা বিজয়ের হত্যা কান্ডের মতো ঘটনা ঘটলো।

এদিকে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন  বলেন, 'আমরা দুই পক্ষকেই শান্তি বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছি। যারাই সহিংসতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী।

আওয়ামী লীগের কার্যালয়ে সাংগঠনিক কর্মকান্ডবন্ধ রাখার প্রসঙ্গে এস এম কামাল হোসেন বলেন, করোনার মধ্যে দলীয় কার্যালয়ে কী কাজ? আমরা কেন্দ্রীয় কার্যালয়েই সীমিত পরিসরে কাজ করছি। এখন সভা সমাবেশ করার সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সময় তাই আওয়ামী লীগের কার্যালয় বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে নিহত জেলা ছাত্রলীগ নেতা বিজয়ের স্মরণে জেলা আওয়ালীগ কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে বাক-বিতন্ডার একপর্যায়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, বাঁধে এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়।

প্রায় আড়াই ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কমপক্ষে ১৫ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই অবস্থায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সম্ভাব্য সহিংসতা এড়াতে শহরের গুরত্বপূর্ণ স্থানগুলোতে এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন করা সহ শহরে পুলিশী টহল জোরদার করা হয়েছে।

এবি/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft