For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

ফেনী সদর হাসপাতালে রোটারী’র অক্সিজেন ফ্লো-মিটার প্রদান

Published : Thursday, 9 July, 2020 at 4:44 PM Count : 264

রোটারী ক্লাবের উদ্যোগে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে অর্ধশত অক্সিজেন ফ্লো-মিটার সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুর ১২টায় রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ এর মুহুরী জোনের ব্যবস্থাপনায় ফেনী জেনারেল হাসপাতালে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রোটারী জেলা গভর্ণর ড. বেলাল উদ্দিন আহমেদ ৫০টি অক্সিজেন ফ্লো-মিটার হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী এর নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রিপন নাথ ও ডাঃ ইফতেখার আলমসহ রোটারিয়ানদের মধ্যে মুহুরী জোনের লে. গভর্ণর ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, ডেপুটি গভর্ণর সাইদুল মিল্লাত মুক্তা, এসিস্ট্যান্ট গভর্ণর ইঞ্জি. চঞ্চল দে সরকার, ইঞ্জি. নজরুল ইসলাম ও হানিফ মজুমদার মিন্টু, স্পেশাল কো-অর্ডিনেটর নজরুল ইসলাম সবুজ, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র সিপি আবদুল আউয়াল সবুজ ও ফেনী সেন্ট্রালের সেক্রেটারী কেফায়েত উল্যাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

কোভিড-১৯ করোনা ভাইরাসজনিত মহামারীতে সারা বিশ্বে আক্রান্তদের চিকিৎসা সেবায় অক্সিজেন সরবরাহ একটি অতীব জরুরী বিষয় হিসেবে বিবেচিত। বেশীর ভাগ ক্ষেত্রেই শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতার কারণে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতা নিরসনে সময়মত রোগীর অক্সিজেনের চাহিদা স্বাভাবিক রাখার জন্য সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সিষ্টেম বা সিলিন্ডারের মাধ্যমে রোগীকে অক্সিজেন সরবরাহ করা হয়ে থাকে।
বর্তমান প্রেক্ষাপটে ফেনী জেনারেল হাসপাতালে সবক’টি অক্সিজেন সিলিন্ডার সচল রাখতে রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ একটি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে।

এটিবি/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft