For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

বগুড়ায় নতুন করে ৫০ জন করোনায় আক্রান্ত

Published : Thursday, 9 July, 2020 at 4:24 PM Count : 250

বগুড়ায় নতুন করে আরও ৫০ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৫১ জন।

ব্রিফিংয়ে বলা হয়, জেলায় সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ২৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শজিমেকে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ২০টি পজিটিভ এবং টিএমএসএসের পিসিআর ল্যাবে বগুড়ার ৭৫টি নমুনায় পজিটিভ আসে ৩০ জনের। আক্রান্তদের মধ্যে ৩১ জন পুরুষ, ১৬ জন নারী ও ৩ শিশু রয়েছে।
সদর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫৬ জন, শেরপুরে ৪ জন, দুপচাঁচয়ায় ৩ জন শাজাহানপুর ও নন্দীগ্রামে দু'জন করে, ধুনটে ৩ জন, গাবতলী, শিবগঞ্জ ও কাহালু উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬৮ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫২৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও একজনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৫ জনের।

-এমএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft