সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ঢাবির নিরাপত্তা প্রহরী নিহত |
![]() নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা বাইপাস সড়কের জামপুরের বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শাহজালাল মৃধা (৩৭)। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করেছে। নিহত শাহজালাল মৃধা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের ইদ্রিস আলী মৃধার ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঢাকা বাইপাস সড়কের উপজেলার জামপুরের বস্তল এলাকা দিয়ে শনিবার সন্ধ্যায় শাহজালাল মৃধা মোটর সাইকেল ( ঢাকা মেট্রো হ - ৫৫-৬৬২৫) যোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় শাহজালাল মোটর সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার এ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এইচএমআর/এসআর |